উম্মতের ওপর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হক রয়েছে, তন্মধ্যে সবচেয়ে বড় হক হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাঁর সকল বৈশিষ্ট্য ও মর্র্যাদা সহকারে ঈমান আনা। আল্লাহ তাআলার মহব্বতের পরে তাঁর মহব্বতকে সকল জিনিসের ওপর প্রাধান্য দেওয়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো একেবারে প্রথম সারির, সেগুলোর কয়েকটি এই–
এক.
তিনি আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল। যে কেউ তাঁর রেসালাতকে অস্বীকার করবে, সে বে-দ্বীন ও বে-ঈমান। চাই সরাসরি অস্বীকার করুক, কিংবা তাঁকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত অনুসরণীয় ব্যক্তি হিসেবে না মানুক, অথবা ইসলামী অর্থ অনুযায়ী তাঁকে ‘খাতামুন্নাবিয়্যীন’ (শেষ নবী) হিসেবে বিশ্বাস না করুক, অথবা তাঁর আনুগত্য ও অনুসরণের গণ্ডিকে সংকীর্ণ করে কোনো ব্যক্তি বা শ্রেণিকে তা থেকে আলাদা রাখুক। এ ধরনের কাজে যারা লিপ্ত হবে, তারা সকলেই বে-দ্বীন ও বে-ঈমান। অনুরূপ যারা তাঁকে আল্লাহর বান্দা মানবে না, বরং তাঁর জন্য আল্লাহ তাআলার খাস ও একান্ত কোনো গুণ ও সিফাত সাব্যস্ত করবে, তারাও বে-ঈমান ও মুশরিক।
Leave a Reply