ইমামের শাহাদাতের পরবর্তী আশ্চার্য ঘটনাবলী

ইমামের শাহাদাতের পরবর্তী আশ্চার্য ঘটনাবলী

১.হযরত বুসরা আযদিয়া (রাদ্বি:) বর্ণনা করেন:
 لما قتل الحسين مطرت السماء دما فاصبحنا وحبابنا وجرارنا وكل شئ لنا ملان دما (بيهقي، ابو نعيم)

অর্থ্যাৎ- যখন ইমাম হুসাইন (রাদ্বি:) কে শহীদ করা হল, তখন আসমান থেকে রক্ত বর্ষণ হল,প্রভাতে আমাদের মটকি ও কলসিগুলো রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
(বায়হাকী,আবু নুওয়াইম)


২.হযরত যুহরী (রাদ্বি:) বলেন:

انه يوم قتل الحسين لم يقلب حجرمن احجار بيت المقدس الا وجد تحته دم عبيط(بيهقي،تهذيب التهذيب

অর্থ্যাৎ-আমি জানতে পারলাম, যে দিন হযরত হুসাইন (রাদ্বি:) কে শহীদ করা হয়েছিল,সে দিন বায়তুল মুকাদ্দাসের যে পাথরটিই সরানো হচ্ছিল,তার নিচেই তাজা রক্ত পাওয়া যাচ্ছিল।(বায়হাকী, তাহযীবুত তাহযীব)

৩.হযরত উম্মে হিব্বান বলেন:
يوم قتل الحسين اظلمت علينا ثلاثة ولم يمس منا احد من زعفرانهم شيئا يجعله على وجهه الا احترق ولم يقلب حجر بيت المقدس الا وجد تحته دم عبيط(بيهقي)

অর্থাৎ-যে দিন ইমাম হুসাইন (রাদ্বি:) কে শহীদ করা হয়েছিল,সে দিন থেকে তিন দিন পর্যন্ত আমাদের উপর #অন্ধকার ছেয়ে গিয়েছিল, যে ব্যাক্তিই মুখে জাফরান নিয়েছিল, তার মুখ পুড়ে গিয়েছিল।(বায়হাকী)

৪.হযরত খালফ বিন খলিফা স্বীয় পিতা থেকে বর্ণনা করেন:

لما قتل الحسين أسودت السماء وظهرت الكواكب نهارا (تهذيب التهذيب)

অর্থাৎ -যখন ইমাম হুসাইন (রাদ্বি:) কে শহীদ করা হয়েছিল,তখন আসমান কালো বর্ণ ধারণ করেছিল #সূর্যে_গ্রহন লেগেছিল।(তাহযীবুত তাহযীব)

৫.ইমাম সিরিন (রা:) বলেন:

ان الدنيا اظلمت ثلاثة أيام ثم ظهرت الحمراء في السماء(صواعق المحرقة)


অর্থাৎ-নিশ্চয়ই তখন পৃথিবীতে তিনদিন পর্যন্ত অন্ধকার ছেয়ে রয়েছিল। অত:পর আসমানে রক্তিম বর্ণ প্রকাম করেছিল।(সাওয়ায়িকে মুহরিকা)


হোসাইন তুমি কারবালায় মরোনি,
প্রতি অন্যায়ের বিরুদ্ধে তুমি জীবন্ত আহ্বান।


মুহাম্মাদ নিয়ামুল ইসলাম
মুদাররিস, দারুল উলূম আহ্সানিয়া কামিল মাদরাসা,নারিন্দা,ঢাকা-১১০০


Comments

2 responses to “ইমামের শাহাদাতের পরবর্তী আশ্চার্য ঘটনাবলী”

  1. মাশাআল্লাহ

  2. সুবহানাল্লাহ

Leave a Reply to admin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *